spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে শেষটা দারুণভাবে করতে চান মাশরাফি

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে সমাপ্তিটা দারুণভাবে করতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা। ম্যাচের পর বললেন সে কথা, ‘যা হওয়ার হয়ে গেছে। আশা করছি দারুণ একটা সমাপ্তি নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারব।’
অবশ্য ম্যাচের শুরুতে ভালো কিছুর সুযোগ ছিল তাদের সামনে। ভারতের ইনিংসে বিপজ্জনক ব্যাটসম্যান রোহিত শর্মাকে মাত্র ৯ রানেই ফেরাতে পারতেন মোস্তাফিজ। কিন্তু তামিমের কল্যাণে জীবন পান তিনি। এক জীবনেই ১০৪ রানের ইনিংস খেলে ভারতকে এনে দেন বিশাল পুঁজির ভিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তামিমের এই ক্যাচ ড্রপকে হতাশাজনক বললেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, ‘রোহিতের ক্যাচ ড্রপ অবশ্যই হতাশার। তবে মাঠে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।’
কেবল মাশরাফিই না, হেড কোচও মনে করেন রোহিত শর্মার এই ক্যাচ ড্রপে চড়া মূল্য দিতে হয়েছে পুরো দলকে। প্রধান কোচ স্টিভ রোডস তাই বললেন, ‘ক্যাচ ড্রপ হলে তার মাশুল দিতে হবে। রোহিতের মতো ব্যাটসম্যানের ক্যাচ ড্রপ করলে তার মূল্যটা একটু বড়ই দিতে হবে। তামিমের ক্যাচ ড্রপে আমি কিছুটা বিস্মিত হয়েছি।’
সেমিফাইনালে যেতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মাশরাফিদের সামনে। কিন্তু ৩১৫ রানের লক্ষ্যে যে ধরনের জুটির প্রয়োজন ছিল সেটা করতে পারেনি বাংলাদেশ। মাশরাফি ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে বললেন, ‘আমরা যদি কোনও জুটি ৮০-৯০ রানে পরিণত করতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। আমাদের ভাগ্যের সহায়তাও দরকার ছিল।’

Latest Posts

spot_imgspot_img

Don't Miss