spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা

লেখক দিপক দাস
করোনা করোনা সারা বিশ্বের ঘরে,
এই রোগের আতঙ্কে মানুষ অস্থির হয়ে মরে।
সতর্কতা অবলম্বন করতেই হবে নিশ্চিত,
একটু বেখালি হলে দেহে বাঁধবে ভাইরাসের ভিত।
এই চিকিৎসার ভ্যাকসিন বা ঔষধ হয়নি এখনো আবিষ্কার,
কিভাবে হবে নিরসন এ রোগ কিভাবে বা প্রতিকার?
এই নিয়ে বিশ্ব মহা চিন্তায় আছে,
কিভাবে এই সমস্যা সমাধানে মানুষ বাঁচে।
আমার দেশ দরিদ্র দেশ হতে হবে তাই সচেতন,
একটু অসর্তক হলে বিপন্ন হবে জনজীবন।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss