রাঙামাটির রাজস্থলী বাজারে ২৯ বস্তা চিনিবোঝাই একটি পিকআপ গাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার রাজস্থলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া ৬ নম্বর ওয়ার্ডের দুলাল চন্দ্রের ছেলে জয়ন্ত তনচংগ্যা (২৬) একই এলাকার লগ্ন চাকমার ছেলে অমরবাবু চাকমা, বিলাইছড়ি উপজেলার সুধীর তনচংগ্যার ছেলে লক্ষীজয় তনচংগ্যা (১৬)।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে রাজস্থলী বাজারে চোরাই পথে আনা ২৯ বস্তা (১৪৫০ কেজি) ভারতীয় চিনিবোঝাই পিকআপসহ ৩ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য দুই লাখ ৩ হাজার টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
চস/আজহার


