spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিশ্ব বাবা দিবস আজ

আস্থা ও নির্ভরতার অপর নাম বাবা। সন্তানের প্রতি বাবার ভালোবাসা অনন্তকালের। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাবারা সন্তানের পাশে থাকেন বটবৃক্ষের ছায়ার মতো। আগলে রাখেন যেকোনো সংকটে। সব চাওয়া-পাওয়া ও আবদারের একমাত্র ঠিকানা বাবা। নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে সন্তানদের খুশি করার নামই বাবা। বাবার হাত ধরে হাঁটতে শেখা। বাবার সঙ্গে প্রথম স্কুলে যাওয়া। বাবার কাছেই পৃথিবীর ভালো-মন্দ শেখা।

তাই সন্তানের কাছে বাবারা সব সময় ‘সুপার হিরো’। বাবাদের ঋণ কোনো দিন শোধ করার মতো নয়। তাই সম্মান জানাতে বাবাদের জন্য রয়েছে বিশেষ একটি দিন। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় ‘বাবা দিবস’। এবার ঈদুল আজাহার একদিন আগে পালিত হচ্ছে দিবসটি। যা দিবসটিতে বাড়তি মাত্রা যোগ করেছে। কারণ, ঈদ ঘিরে সন্তানের যত খুশি তার বড় অনুঘটক হলেন বাবা নামের বটবৃক্ষ। ঈদে সাধ্য মতো সন্তানদের সব আবদার মেটান বাবা।

পৃথিবীর সব বাবাদের ভালোবাসা ও সম্মান জানাতে ১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বাবা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। দেশটির ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই দিবসটি পালিত হয়। পরে ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুনের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। পরবর্তীতে ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। এরপর থেকে আজকের এই দিনে সারাবিশে^ বাবা দিবস উদযাপন করা হয়।

বিশেষ এই দিনটিতে সব পরিকল্পনা করা হয় বাবাদের নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাদের নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দেন অনেকে, কেউবা পোস্ট করেন বাবাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি।

সন্তানদের বেড়ে ওঠা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন বাবা। তাদের শেখানো আদর্শ ও নীতিবোধ প্রতিটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে। তাই বাবা নামক সুপার হিরোদের মুখে হাসি ফোটাতে আজকের দিনে একটু আয়োজন করা যেতেই পারে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss