spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে ৬ হাজার ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ।

রবিবার (২৩ জুন) বিকেল পৌনে ৪টায় শাহ আমানত সেতু সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করারা হয়। গ্রেপ্তাররা হলো- সুমন দাশ (৩৮) ও সায়েদ ইশতিয়াক আহমদ (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে রাখা একটি স্কুটির সিটের নিচ থেকে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss