spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মধ্যরাতে রিয়াজউদ্দীন বাজারে আগুন, নিহত ৩

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত তিন জনই দোকানের কর্মচারী।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে রিজোয়ান কমপ্লেক্স নামে একটি ভবনের দোতলার একটি মোবাইলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, সাতকানিয়ার পশ্চিম গাড়িয়ান এলাকার মো. শামসুল আলমের ছেলে মোহাম্মদ রিজুয়ান (৪৫), একই এলাকার মিঠা মিয়ার ছেলে সাহেদ হোসেন (৩৩)। নিহত আরেক যুবকের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক। তিনি বলেন, রাত ১টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss