spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার দুই

কর্ণফুলী কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক সিডিএ আবাসিক এলাকায় চালককে গাছের সঙ্গে বেঁধে সিএনজি ছিনতাই হওয়ার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বাশঁখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) পূর্ব বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার আসামিরা হলেন-বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে তারেক (৩০) এবং একই এলাকার মনির আহমদের ছেলে শাকিল (২৯)।তবে ছিনতাইকৃত সিএনজি গাড়িটি উদ্ধার করতে পারেননি।

এর আগে সোমবার বিকেলে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটির মালিক বাঁশখালী উপজেলার মিজানুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।

মামলা এজাহার সূত্রে জানা যায় , যাত্রীবেশে আসামীরা গত ১০ সেপ্টেম্বর বিকেলে আসামিরা বাঁশখালী চেচুরিয়া এস.কে.বি ক্লাবের সামনে থেকে মইজ্জ্যারটেক যাওয়া এবং ফের একই স্থানে আসার জন্য ১ হাজার টাকায় সিএনজি অটোরিকশা ভাড়া করেন। পরে সিএনজি চালক মামুনুর রশীদ তাদের দুজনকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক নিয়ে আসেন।

রাত আটটার দিকে আসামিরা কৌশলে মামুনকে সিডিএ আবাসিকের ভেতরে নিয়ে গিয়ে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে ব্যাপক মারধর করেন সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কর্ণফুলী মামলা দায়ের করার পর গতরাতে বাঁশখালীর বৈলছড়ি এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘চালককে মারধর করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে বাঁশখালী থেকে গ্রেপ্তারে করা হয়েছে। ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss