চট্টগ্রামে আরো দুইজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির নিশ্চিত করেছেন।
শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রামে শতাধিক নমুনা পরীক্ষার মধ্যে দুইজনের পজিটিভ এসেছে। একজন নগরীর ফিরিঙ্গি বাজার ও অন্যজন পাহাড়তলী গোলপাহাড়ের ইস্পাহানি টেক্সাইল মিল এলাকার বাসিন্দা। কাগজপত্র আসলে বিস্তারিত জানানো যাবে। আক্রান্ত দু’জনই পুরুষ এবং তাদের একজনের বয়স ৩৫ বছর ও অন্যজনের বয়স ৫৩ বছর।
আরো পড়ুন: মানিকগঞ্জে পুলিশ কনস্টেবলসহ করোনায় আক্রান্ত ২ জন
প্রসঙ্গতঃ এর আগে শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় নগরীর দামপাড়ায়। এর দুইদিন পরেই (৫ এপ্রিল) শনাক্ত হয় প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের। সর্বশেষ গত বুধবার (৮ এপ্রিল) তিনজন করোনা রোগী শনাক্ত হয় নগরীরর সাগরিকা, হালিশহর ও সীতাকুণ্ড উপজেলায় ।
চস/সোহাগ