চট্টগ্রামে নতুন করে আরও চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৯ জনে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।
আজ রবিবার (১৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে নগরীর পশ্চিম কাট্টলীর ঈশান মহাজন রোডের তিনজন এবং সাতকানিয়ার দুজন রয়েছেন। সাতকানিয়ার একজন অবশ্য আগেই শনাক্ত হযেছিলেন। দ্বিতীয় দফার পরীক্ষাও তার মধ্যে করোনা পজেটিভ ধরা পড়েছে। নগরীর তিনজনের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ। তাদের প্রত্যেকের বয়স ২৫ বছর। সাতকানিয়ায় নতুন শনাক্ত হওয়া ব্যক্তি একজন পুলিশ সদস্য। অপর পাঁচজনের চারজন লক্ষ্মীপুর ও একজন নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে।
আরো পড়ুন: ৫১ নমুনা পরীক্ষায় নারায়ণগঞ্জে আক্রান্ত শনাক্ত ৪০ জন
প্রসঙ্গতঃ চট্টগ্রামে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৩ এপ্রিল। তিনি নগরীর দামপাড়া এক নম্বর গলির বাসিন্দা। এর দুইদিন পরেই ৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত ওই রোগীর ছেলের শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন ও ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন ও ১৭ এপ্রিল একজন করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ গতকাল শনিবার (১৮ এপ্রিল) একজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।
চস/সোহাগ