চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, মো. হাসান (২৫), মো. কামরুল ইসলাম (২৫), মো. শ্রবন মিয়া (১৯), মো. সোহেল (৩২), মো. হাসান (৩২), মো. আজাদ প্রকাশ জাম্বু (৪৪), মো. মিলন (৩০), মো. ইব্রাহিম প্রকাশ বাপ্পি (১৮), মো. শহীন (২৬), তাসলিমা আক্তার রিয়া (২১), মাহি আক্তার (১৯), মো. জোনায়েদ (২৭), মো. শাহীন (৩২), মো. ইমন (১৯), জানে আলম ইমন (২২), মো. সাগর (১৯), মো. সাইদ (২০), মো. নাছির ফরাজী (২৪), মো. নাছির হোসেন (২৪), মো. আলমগীর (৪২), মো. আবুল ফয়েজ দুলাল (৫৬), মো. মহিউদ্দিন (৪৩), ৪০ নম্বর ওয়ার্ড কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন মানিক (৩০) ও কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. শাহজাহান (৩৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
চস/স