spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ‘ডাকাত সন্দেহে’ পিটুনিতে দু’জন নিহত, আহত ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ এলাকাবাসীর পিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চারজন গ্রামবাসী আহত হন।

সোমবার (৩ মার্চ) রাত সোয়া ১১টায় এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এবং আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত একজনের কাছে একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এলাকায় ডাকাত পড়েছে সন্দেহে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। পরে পিটুনিতে দু’জন নিহত হন। নিহত একজনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, এলাকায় একদল ডাকাত এলে গ্রামবাসী টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে পিটুনি দেন তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ডাকাত সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহত হয়েছেন। এর আগে গ্রামবাসীর ধাওয়ায় পালানোর সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে আহত হয়েছেন চার গ্রামবাসী। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজনের কাছ থেকে একটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। ধারণা করছি, অটোরিকশায় করে ডাকাতরা এসেছেন। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত চার জনকে প্রথমে চমেক হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss