অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। তিনি শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন বলে জানা গেছে।
আগামীকাল বুধবার (৫ মার্চ) তাঁর শপথ হতে পারে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সরকারি পরিবহন সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল একটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
চস/স


