আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ্ব ফ্লাইট। শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে প্রথম ফ্লাইটটির।
জানা গেছে, বিমান বাংলাদেশের বোয়িং ৭৭৭ যোগে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সৌদি আরব সময় রাত ৯টা ৪৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটির।
চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের বিদায় জানাতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা এবং হজ এজেন্সিস অব এসোসিয়েশন (হাব) ও এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
এ বছর হজযাত্রীদের যাতায়াতের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবে ১৭টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে ১৪টি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। বাকি তিনটি ফ্লাইট যাবে মদিনায়। সবগুলো ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চস/স