spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর আলম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

চকরিয়া ও পেকুয়ায় থানায় টানা ২১ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আনোয়ারুল কবির এই আদেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার বলেন, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪দিন এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় সাতদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার পেকুয়া থানার রিমান্ড শেষে পুলিশ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জাফর আলমকে আদালতে তোলা হয়। আদালত তাকে স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’

সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা-নেওয়াকে কেন্দ্র করে গত এক মাস ধরে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে চরম উত্তেজনা বিরাজ চলছে। গত ১৮ জুন জাফর আলমকে আদালতে আনা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার মুক্তির দাবিতে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ঝটিকা মিছিল করে। একই সময়ে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকায় তার ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

গত ২ জুলাই রিমান্ডের জন্য জাফর আলমকে পেকুয়া থানায় নেওয়া হলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পেকুয়ায়ও ঝাড়ু মিছিল ও বিশাল সমাবেশ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss