টেকনাফ-কক্সবাজার সড়কে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করছে হাইওয়ে পুলিশ।
আজ রবিবার (৭ জুলাই) সকাল ১০ টার দিকে কারের তেলের ট্যাংকির ভিতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেট কারটিও জব্দ করে পুলিশ।
আটককৃত মো. আরমান হোসেন (৩৮) মুন্সিগঞ্জ সদর নয়াগাও এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করেছেন রামু খুনিয়াপালং তুলা বাগান হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম পূর্বকোণ অনলাইনকে বলেন, সকাল ১০ টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর কক্সবাজারমুখী প্রাইভেট কার (ঢাকা মেট্টো খ ১১- ৪৯১৬) তল্লাশি করা হয়। এসময় তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, গাড়ি থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় চালক মো.আরমান হোসেনকে আটক করা হয়। আরমান মুন্সিগঞ্জ সদর নয়াগাও এলাকার আফাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
চস/আজহার