spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার আমার জেতার পালা: মিথিলা

সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব থাকেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ঈদের পর এবার হলুদ শাড়িতে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে হলুদ শাড়ি পড়া একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিথিলা। আর এই ছবির ক্যাপশন হিসেবে লিখেছেন একটি কবিতা।

নিজের মনের কথাগুলো তুলে ধরেছেন কবিতায়। কবিতার লাইনগুলোতে খুঁজে পাওয়া যায় অন্যরকম এক মনস্তত্ব। সব বাঁধা মাড়িয়ে কীভাবে জিততে হয় কবিতায় সেই স্বপ্নই বুনেছেন মিথিলা।

মিথিলা লিখেছেন, ‘হলুদ শাড়ি সবুজ বনে, হাঁটছি কেবল উদাস মনে, রাক্ষুসে চোখ গিলছে জানি, রাখবে আমায় নিয়ন্ত্রণে। ভাবছে আমি ত্রস্ত পায়ে, পালিয়ে যাবো শংকা মেনে, অট্টহাসি করবে তাড়া, ধরবে এবার আঁচল টেনে।, কিন্তু এবার করবো হনন, রুখবো তোদের ইতর খেলা, আঁচল ছেড়ে চুল এলিয়ে, এবার আমার জেতার পালা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss