চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার নোয়াপাড়া চৌধুরী হাটে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ১৫-২০ লাখ টাকা বলে জানা গেছে।
স্থানীয় সমাজকর্মী জাহেদুল করিম ও মো. বখতেয়ার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা পানি ও বালতি নিয়ে চেষ্টা চালালেও মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- কোরবানের দোকান, মতির চায়ের দোকান, শুক্কুরের বাজেমালের দোকান এবং বাধনের ফার্নিচারের দোকান।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এদিকে, অনেকে অভিযোগ করেছেন একই বাজার হলেও দোকানগুলোতে আলাদা আলাদা আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের ধারণা, দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করতে পারে।
রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ সামশুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।
চস/আজহার


