spot_img

১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১২ হাজার বছর সুপ্ত থাকা ইথিওপিয়ান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে প্রায় ১২ হাজার বছর সুপ্ত থাকার পর প্রথমবারের মতো একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। ফলে আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএএসি) এ তথ্য জানিয়েছে।

রোববার ইরিত্রিয়ান সীমান্তের কাছে আদ্দিস আবাবার প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি আগ্নেয়গিরিটিতে কয়েক ঘণ্টা ধরে অগ্নুৎপাত হয়।

প্রায় ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত। যেখানে দুটি টেকটোনিক প্লেট মিলিত হওয়ায় তীব্র ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা যায়।

ভিএএসি জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ছাইয়ে ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশ ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে সাদা ধোঁয়ার একটি ঘন স্তম্ভ উঠতে দেখা গেছে। তবে এএফপি এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম বলেছে, হলোসিনের সময় হায়লি গুব্বিতে কোনো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেনি। অর্থাৎ শেষ বরফযুগের পর গত প্রায় ১২ হাজার বছরে এখানে অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই।

মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ও অধ্যাপক সাইমন কার্নও বিষয়টি নিশ্চিত করেন।

অগ্ন্যুৎপাতের ঘটনায় হতাহত বা বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আফার আঞ্চলিক কর্তৃপক্ষ থেকে এখনো কিছু জানা যায়নি। সূত্র : এএফপি

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss