চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট এলাকার নিজামের মালিকানাধীন ‘মাম-২ ব্রিক ফিল্ডে’ এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত প্রায় ৮টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
পুলিশ ও ব্রিকফিল্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, ইটভাটায় কর্মরত চারজন পুরুষ শ্রমিক ওই নারী শ্রমিককে সুযোগ বুঝে ধর্ষণ করে। ঘটনার পরপরই অভিযুক্তদের মধ্যে দুইজন পালিয়ে যায়, আর বাকি দুইজনকে সন্দ্বীপ থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী নারী শ্রমিকসহ অভিযুক্ত চারজনই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং মৌসুমি কর্মসংস্থানের অংশ হিসেবে ওই ইটভাটায় কাজ করছিলেন।
সন্দ্বীপ থানা পুলিশ জানান, ঘটনার বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক দুইজনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয়রা ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়েছেন।
এদিকে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ব্রিকফিল্ড এলাকার নারী শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চস/স


