রাউজানে সড়ক দুর্ঘটনায় মো. জাবেদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত জাবেদ হযরত এয়াছিন শাহ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।
তিনি রাউজান উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের বসরত আলী সারাংয়ের বাড়ির কাতারপ্রবাসী মো. হোসেনের ছোট ছেলে।
নিহতের চাচাতো ভাই মাস্টার মো. মারুপ উদ্দীন রানা জানান, গাউছিয়া মাইজভাণ্ডারী হক কমিটির একটি ওয়াজ মাহফিলের দাওয়াতী কাজ শেষ করে বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। আমীরহাট–ফকিরটিলা বাজার সড়কের এয়াছিন শাহ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি চাঁদের গাড়ি (জীপ) সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এরপর জাবেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে ঘটনাটি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চস/স


