spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে ডা. আরিফ হাসান নামের এক চিকিৎসক মারা গেছেন। করোনায় এবং করোনার উপসর্গ নিয়ে গত ১৮ দিনে চট্টগ্রামে ৪ জন চিকিৎসক মারা গেলেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান এ তথ্য নিশ্চিত করছেন।

আরো পড়ুন: মোহাম্মদ নাসিম আর নেই!

তিনি জানান, এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ডা. আরিফ নগরীর পাহাড়তলী এলাকায় নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস করতেন। ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র ছিলেন তিনি।

চট্টগ্রামের লাভলেইন আবেদীন কলোনি এলাকায় তিনি থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে মৃত্যুবরণকারী চট্টগ্রামের চিকিৎসকগণ হলেন- এ এম জাফর হোসাইন রুমি, ডা. মুহিদ হাসান, ডা. এহসানুল করিম। চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে সর্বপ্রথম ২৫ মে ঈদুল ফিতরের দিন মারা যান রুমি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss