চট্টগ্রামে আরো ২৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮০ জনে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরণ ল্যাব ও বিআইটিআইডি থেকে এক হাজার ৩১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ২৯২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে নগরীর ২৩২ জন, হাটহাজারীর ১৭ জন, রাউজানের ১৬ জন, চন্দনাইশের ছয়জন, ফটিকছড়ির চারজন, বাঁশখালীর চারজন, সীতাকুণ্ডের চারজন, সাতকানিয়ার তিনজন, বোয়ালখালীর দুইজন, রাঙ্গুনিয়ার দুইজন, আনোয়ারার একজন ও মিরসরাইয়ের একজন রয়েছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ২১ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২১৬ জন, নতুন করে ছয়জনসহ এ পর্যন্ত মারা গেছেন ১৯৫ জন।
চস/আজহার