spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অমিতাভের শারীরিক অবস্থা স্থিতিশীল

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ পজেটিভ হওয়ার কথা নিজেই টুইট করে জানান তিনি। আজ রোববার সকালে জানা যায়, তার করোনার মৃদু উপসর্গ থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।
গতকাল রাতেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এদিকে সকালে হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘অমিতাভ বচ্চনের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তার। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’

আরো পড়ুন: বাংলাদেশি নায়িকাকে টালিগঞ্জ পরিচালকের কুপ্রস্তাব

রাতে টুইটারে অমিতাভ লিখেন, পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যারা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।
তার ছেলে অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss