spot_img

২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ।

সোমবার রাতে তাদের উদ্ধারের পর মঙ্গলবার দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আল অ্যারাবিয়া.নেটেরপ্রতিবেদনে বলা হয়, ৭১ অভিবাসীর মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৮ জন করে মরক্কো ও মিশরের, ৭ জন আলজেরিয়ার, ৪ জন সুদানের, ২ জন চাঁদের ও একজন তিউনিসিয়ার নাগরিক রয়েছেন। তারা সবাই নিরাপদে আছেন।
তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এডডিন জেবালি এএফপিকে জানান, নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা শহর থেকে তিউনিশিয়ার কের্কেনহা দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকার তলায় ফুটা দেখা দেয়। তবে নৌকায় থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss