spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে চেলসি

অবশেষ দ্বিতীয় দল হিসাবে রবিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে ধরাশায়ী করে ফাইনালে পৌঁছল লন্ডনের আরেক ক্লাব চেলসি। এফএ কাপের প্রথম সেমিফাইনালে শনিবার রাতে ম্যান সিটিকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্সেনাল। অপেক্ষায় ছিল শিরোপার লড়াইয়ে কাদের বিপক্ষে লড়তে হবে তাদের!

এদিন দুর্দান্ত খেলেছে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের শিষ্যরা। ওয়েম্বলি স্টেডিয়ামে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ হবে ভেবে নিয়েছিল সমর্থকরা। তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ম্যান ইউর স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুল গোল পায় অলিভার জিরুড। ১-০ তে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যান ইউর জালে বল জড়ান ম্যাসন মাউন্ট। এখানেও ডি গিয়ার বোকামি দৃশ্যমান। ২ গোল পরিশোধ তো দূরের কথা আত্মঘাতী গোলে ব্যবধান ৩-০তে পরিণত করে ম্যান ইউ।

ম্যাচের ৭৪ মিনিটে মার্কস আলোনসোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে ঢুকিয়ে দেন হ্যারি মাগুইরে। ফলে তিন গোলে এগিয়ে যায় চেলসি।

আর এতে অনেকটাই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় চেলসির। তবে ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি কিক থেকে একটি গোল শোধ করেন ব্রুনো ফার্নান্দেস। ফলাফল ৩-১ স্কোর খেলা শেষ হয়। আগামী ১ আগস্ট এফএ কাপের ফাইনালে দেখা যাবে লন্ডন ডার্বি। কার ঘরে উঠবে শিরোপা? আর্সেনাল নাকি চেলসি সেই তর্কে এখন সমর্থকরা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss