spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানকে ইংল্যান্ডের চেয়ে ভালো দল বললেন ইনজামাম

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে লিড নিয়েও চার দিনের মাথায় ম্যাচ হারায় আত্মবিশ্বাসেও ইংলিশদের থেকে পিছিয়ে থাকবে সফরকারীরা। কিন্তু এই পাকিস্তানকেই ইংল্যান্ডের চেয়ে ভালো দল বলছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

পাকিস্তানের ওপর বিশ্বাস রাখছেন ইনজামাম। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও পাকিস্তানের এখনও সিরিজ জেতার সামর্থ্য আছে বলে মনে করেন তিনি। ১৩ আগস্ট থেকে সাউদাম্পটনে শুরু হবে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের আগে প্রশংসা করে পাকিস্তানকে যেন অনুপ্রেরণাই যোগাতে চাইলেন ইনজামাম।

একটি ইউটিউব চ্যানেলকে ইনজামাম বলেছেন, ‘আমি মনে করি ইংল্যান্ডের চেয়ে ভালো দল পাকিস্তান এবং আমাদের প্রথম টেস্ট জেতা উচিত ছিল। আমি বিশ্বাস করি, পাকিস্তান এখনও সিরিজ জিততে পারে।’

‘যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়, তখন দলের শারীরিক ভাষা পরিবর্তন করতে নেই। কিন্তু এটা পরিষ্কার বোঝা গেছে, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের পর খেলোয়াড়রা চাপে পড়ে গিয়েছিল।’

প্রথম টেস্টে পাকিস্তান যেভাবে হেরেছে, এমন হারের পর টিম ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় বলে মনে করেন ইনজামাম। তিনি বলেন, ‘এমন হারের পর টিম ম্যানেজমেন্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ খেলোয়াড়দের মনোবল তলানিতে থাকবে। তাদের ইতিবাচক কথা-বার্তা বলতে হবে। নেতিবাচক বিষয় এড়িয়ে ৩০০’র বেশি রান করা, প্রথম ইনিংসে লিড নেওয়া; এমন আলোচনা করতে হবে।’

ম্যানচেস্টারে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৭ রানের লিড পায় পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায় তারা। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করার পরও ম্যাচ হারায় আজহার আলীর অধিনায়কত্ব নিয়েও সমালোচনা করেন ইনজামাম।

পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ব্যাটসম্যান বলেন, ‘আজহারের অধিনায়কত্ব আরও ভালো হতে পারত। যখন বাটলার ও ওকস ব্যাটিং করছিল, তখন শর্ট বল দিয়ে তাদের আউট করার চেষ্টা করা যেত। কারণ সবাই জানে, এই দুজন ভালোভাবে শর্ট বল মোকবিলা করতে পারে না। পাকিস্তানের বোলিংয়ে আমি কোনো বৈচিত্র দেখতে পাইনি।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss