spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রশিদ খানের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়

সীমিত ওভারের ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান আফগানিস্তান দলের। চারটি টেস্ট খেলে দুটিতে জিতে ক্রিকেটের এলিট ফরম্যাটেও নিজেদের প্রমাণ করেছে আফগানরা।

এবার তাদের নজর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে। আফগান স্পিনার রশিদ খান স্বপ্ন দেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউবে এক সেই স্বপ্নের কথাই বলেছেন এই আফগান স্পিনার।

তিনি বলেন, ‘আমি মনে করি এখন দলের সবচেয়ে বড় অর্জন হবে টি-২০ বিশ্বকাপ জেতা। ওই শিরোপার দিকেই আমরা তাকিয়ে আছি। আমাদের দেশের জনগন এখন ওই শিরোপার স্বপ্ন দেখে। কারণ আমাদের হাতে টি-২০ বিশ্বকাপ জেতার মতো দক্ষতা আছে, প্রতিভা আছে। আমাদের হাতে ভালো স্পিনার আছে, পেসার আছে। দক্ষ ব্যাটসম্যান আছে। শুধু আমাদের অভাব হলো বড় দলের বিপক্ষে পরীক্ষা দেওয়া। আমরা বড় দলের বিপক্ষে খেলার খুব বেশি সুযোগ পায় না।’

রশিদ মনে করেন তারা অনেকগুলো সিঁড়ি পেরিয়ে বর্তমান অবস্থানে এসেছেন। এখন তাদের স্বপ্ন বিশ্বকাপ জয়। নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে খেলে আরও অভিজ্ঞ হয়ে উঠতে চায় আফগানরা। ইতোমধ্যে তারা টি-টোয়েন্টিতে বিখ্যাত হয়ে উঠেছে বলে জানালেন রশিদ।

তিনি আরও বলেন, ‘আমার, আমাদের দলের এবং দেশের মানুষের স্বপ্ন হলো আমরা একদিন বিশ্বকাপ জিতবো। সেটাই হবে দেশের এবং আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। ইনশাআল্লাহ। আমরা যদি নিয়মিত বড় দলের বিপক্ষে খেলার আরও বেশি সুযোগ পাই তাহলে অভিজ্ঞ হয়ে উঠবো। কারণ আমরা এরই মধ্যে টি-২০ ক্রিকেটারের জন্য বিখ্যাত দল হয়ে উঠেছি।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss