spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কবিতা: বঙ্গ এবং বন্ধু

বঙ্গবন্ধু একটি যুগের নায়ক
মধ্য ষাটে এর শুরু, মধ্য সত্তরে এর সমাপ্তি।।

যে লড়াই এর মানসতা নিয়ে
বাঙালি লড়েছিল, এনেছিল বিজয়-
সেই মানসতা সৃষ্টি করেছেন তিনি।

তাই বুঝি অন্নদা শঙ্কর বলেছিল,
“নেতাজী সুভাষ এর পর বাংলার সর্বশ্রেষ্ঠ বীর তিনি।”

“হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি?”
ছোট্ট কামাল ভুলে গিয়েছিল
কে পিতা;
আত্মত্যাগের এই সকল কথা আজ রক্ত স্মৃতিতে লেখা।

পরম নিন্দুক ও জানে এই ব্যক্তি
সেদিনের শেখ মুজিব।
ঘর-সংসার ভুলেছিল যে পুরষ্কার-প্রলোভন তুচ্ছ করে;
এক স্বপ্নগ্রস্ত পাগল-
মুক্তির সোনার হরিণ ছুঁতে।।

বঙ্গের হাটের মাঠের লোকের সহিত মিতালী
হয়েছিল বন্ধু-
রুখে ছিল কালো পরাক্রমশালী
এনেছিল লাল সূর্য!
সে যে বাংলার বঙ্গবন্ধু।

শায়লা তাসমিয়া উপমা
ইডেন মহিলা কলেজ

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss