spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কেমন আছো কবিতা?

কবিতা, তুমি কেমন আছ?
চিনতে পেরেছো আমায়?
ওই যে না খেয়ে বসে থাকতাম
লিখবো বলে তোমায়।
মনে পরছে না বুঝি!
না, না, মনে তোমার আছে,
কারণ কিছুদিন আগেও যে
আমি ছিলাম তোমার খুব কাছে
জানি তুমি অভিমান করে আছো
কারণ তোমায় না লিখে ছিলাম এতোদিন
কিন্তু তুমিতো জানো না
আমি ছিলাম না একমূহুর্তও তুমিহীন।
রাগ কি এখনও কমে নি!
তবে দাও না একটু সাড়া,
দাও না আগের মতো করে
হৃদয়টাতে ছন্দ দিয়ে নাড়া।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss