spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার বিয়ার গ্রিলসের সঙ্গী হচ্ছেন রণবীর সিং

বিশ্বের অন্যতম জনপ্রিয় টিভি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর কল্যাণে সব বয়সী মানুষের কাছে পরিচিত বিয়ার গ্রিলস। দুনিয়ার বিভিন্ন প্রান্তে অ্যাডভেঞ্চারে গিয়ে সাপ, ব্যাঙ, কেঁচোসহ বিভিন্ন প্রাণী খেয়ে ভয়ংকর বিপৎসংকুল পরিবেশে টিকে থাকার লড়াই করেন তিনি।

বিয়ার গ্রিলসের বিভিন্ন শোতে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিসহ বিশ্বের অনেক নামিদামি তারকা। এবার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে যুক্ত হচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং।

দু’জনকে দেখা যাবে বিশাল বাজেটের একটি অ্যাডভেঞ্চার শো’তে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্টে মুক্তি পাবে সেই শো।

জানা গেছে, এরইমধ্যে নেটফ্লিক্সের সঙ্গে দু’জনের প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে। শোটি বানানো হচ্ছে সারা বিশ্বের সব দর্শকের কথা বিবেচনা করেই। তবে এর মূল পরিকল্পনায় থাকবেন বিয়ার গ্রিলস নিজেই।

বর্তমানে সাইবেরিয়ায় শোটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। পিংকভিলার খবরে প্রকাশ, রণবীরকে এর জন্য মানসিকভাবেও তৈরি হতে হচ্ছে। কারণ, সিরিজটিতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্টান্ট দৃশ্য থাকছে। যা করতে হবে এই বলিউড তারকাকে।

বেঁচে থাকার জন্য জ্যান্ত সাপ-কেঁচো থেকে শুরু করে অনেক ধরনের প্রাণীই মুখে তুলে নেন বিয়ার গ্রিলস। এবার দেখার বিষয় বলিউড তারকা রণবীরের কপালে কী আছে?

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss