spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তিন দিনে দেড়শো কোটি আয় করলো ‘রাধে শ্যাম’

প্রভাস আর পূজা হেগরে প্রথম একসঙ্গে কাজ করেছেন ‘রাধে শ্যাম’ সিনেমায়। এতে শোনা গেছে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর। ছবির শ্যুট হয়েছে ইতালি, জর্জিয়া এবং হায়দরাবাদে।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এ প্রতিবেদনে জানা গেছে, ১১ মার্চ মুক্তি পাওয়া ‘রাধে শ্যাম’ মাত্র তিন দিনে ১৫১ কোটি ব্যবসা করেছে। প্রযোজক, পরিচালকের মুখে হাসি এনে দিয়েছে গুলশন কুমার এবং টি-সিরিজের ‘রাধে শ্যাম’।

ইউভি ক্রিয়েশনের প্রযোজনায়, রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এ সিনেমার সম্পাদক কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও। প্রযোজক ভূষণ কুমার।

প্রভাস সম্ভবত নিজেও বোঝেননি প্রথম ছবিতেই তার আর পূজার জুটি এতো ভালো লাগবে দর্শকদের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss