spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিনেমা হিট হওয়া ৫ কোটির গাড়ি উপহার পেলেন কার্তিক

বলিউডের খরার মৌসুমে অসামান্য সাফল্য এনে দিয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। গত ২০ মে মুক্তি পাওয়া সিনেমাটির আয় ২০০ কোটির কাছাকাছি। ফলে লগ্নি তুলে সিনেমাটি হিট হয়ে গেছে আগেই। প্রযোজকও তাই দারুণ খুশি।

এই খুশিতে নায়ক কার্তিক আরিয়ানকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক ভূষণ কুমার। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনা বলা হয়েছে, গাড়িটির মডেল ম্যাকলারেন জিটি। এটি অত্যন্ত বিলাসবহুল স্পোর্টস কার। ভারতে গাড়িটির দাম ৪ কোটি ৭০ লাখ রুপির মতো। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৫ কোটি টাকারও বেশি!

আরও চমকপ্রদ ব্যাপার হলো, এই গাড়িটি বর্তমান ভারতে কেবল কার্তিক আরিয়ানের কাছেই রয়েছে। তিনি ছাড়া কারো কাছেই বিলাসবহুল গাড়িটি নেই। বলাই বাহুল্য, কার্তিককে অনন্য এক উপহার দিয়েছেন প্রযোজক ভুষণ।

উপহার পাওয়া গাড়ির ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ান লিখেছেন, ‘পরের উপহার যেন ব্যক্তিগত বিমান হয়।’

উল্লেখ্য, ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি। এতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। আরও আছেন টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সিকুয়েল।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss