spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন ঐশ্বরিয়া

বলিউডে একসময় কোণঠাসা করা হয় বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে। সম্প্রতি বলিউডের ‘নোংরা রাজনীতি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। এই বিতর্কের মাঝে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার পুরানো একটি সাক্ষাতকার, যেখানে খানদের নোংরা রাজনীতি প্রসঙ্গে কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। – হিন্দুস্থান টাইমস।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিমি গারেওয়ালের শো-তে ঐশ্বরিয়া জানান, একসময় তার হাত ফোসকে যেতে থাকে একাধিক সিনেমার কাজ।

ভিডিওতে সিমি শাহরুখের নাম উল্লেখ করে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করেন, ‘আপনাদের তো একসঙ্গে পাঁচটি সিনেমাতে কাজ করার কথা ছিলো, তাই না? বীর জারা তো তোমার জন্যই লেখা হয়েছিলো।’ প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘আমার সঙ্গে কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে কেনো যে সেগুলো কোনো কারণ ছাড়াই হয়নি। সে উত্তর আমার কাছে কখনোই ছিলো না।’

এরপর ঐশ্বরিয়াকে সিমি প্রশ্ন করেন, সিনেমা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি তার ছিলো কিনা? উত্তরে অভিনেত্রী বলেন, ‘না এটা আমার সিদ্ধান্ত ছিলো না।’ তিনি আরও বলেন, এরকম ঘটনা তাকে বড় আঘাত দিয়েছিলো।

এরপর তাকে প্রশ্ন করা হয়, ‘এই অভিজ্ঞতা কি বলিউডে কাজ করার পদ্ধতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে?’

জবাবে ঐশ্বরিয়া বলেন, ‘এই ধরনের ঘটনা আপনাকে আরও সচেতন করে দেয়। বুঝিয়ে দেয় এখানে লোকজন অন্য মানুষ বা প্রোজেক্টের ওপর প্রভাব ফেলতে পারে। এটা স্পষ্ট হয়ে উঠলো যে আমার সঙ্গেও এ রকম কিছু হতে পারে…। আপনার সব বক্স অফিস সাফল্য বা ইন্ডাস্ট্রিতে ‘নিরাপদ অবস্থান’ থাকা সত্ত্বেও।’

ঐশ্বরিয়া এবং শাহরুখের চলতে চলতে, কাল হো না হো এবং বীর জারাসহ কয়েকটি সিনেমাতে একসঙ্গে অভিনয় করার কথা ছিলো। উপস্থাপিকা এ বিষয়ে ঐশ্বরিয়ার কাছে জানতে চান, তিনি শাহরুখকে এই ব্যাপারে কখনও প্রশ্ন করেছেন কিনা।

এতে জনপ্রিয় এই অভিনেত্রী জবাব দেন, ‘এটা আমার স্বভাবের মধ্যে নেই। যদি একজন ব্যক্তি তা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বোধ করেন, তবে করবেন। যদি তারা কখনও না করেন সেটাও তাদেরই ইচ্ছে। সুতরাং, কী এবং কেনো তা নিয়ে প্রশ্ন করা আমার স্বভাবের মধ্যে নেই।’

গুজব রয়েছে সালমান খানের সঙ্গে ব্রেকআপের কারণেই সে সময় ঐশ্বরিয়ার হাত থেকে এসব প্রোজেক্ট বেরিয়ে যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss