spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাশমিকার ভুয়া ভিডিও তৈরির মূল হোতা গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও তৈরির পেছনে মূল অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) ভারতের দিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, ব্রিটিশ ইনফ্লুয়েন্সার যারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ জুড়ে দিয়ে ওই ডিপফেক ভিডিও বানানো হয়েছিল। তবে গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

গত বছরের নভেম্বরে রাশমিকার ওই ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এরপর প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন বলিউড তারকার ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়িয়ে পড়ে। এসব ঘটনার পর অমিতাভ বচ্চনসহ বলিউড তারকারা তীব্র ক্ষোভ প্রকাশ করে মূল অপরাধীর শাস্তি দাবি করেন। এরপর এ ঘটনার তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ।

ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার পর তা তারকাদের ভক্ত-অনুসারীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। ওই ঘটনার পর রাশমিকা বলেছিলেন, তিনি খুবই অসহায় বোধ করছেন।

ডিপফেক প্রযুক্তির মাধ্যমে সহজে ও সূক্ষ্মভাবে কোনো ব্যক্তির চেহারা কিংবা কণ্ঠ নকল করা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে যেকোনো আপত্তিকর ভিডিওতে যে কারও চেহারা বসিয়ে ভুয়া ভিডিও বানানো যায়। এই ধরনের ভুয়া ভিডিও ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। সাধারণ মানুষের পক্ষে এই ধরনের ভুয়া ভিডিও শনাক্ত করা বেশ কঠিন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss