spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আকতার- বাচ্চু- বিলুর প্যানেলের টানা জয়

চিটাগাং কাস্টমস সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক (২০২২- ২০২৪) নির্বাচনে আকতার-বাচ্চু-বিলুর নেতৃত্বাধীন সমমনা পরিষদ আবারও জয়লাভ করেছে।

নির্বাচনে আকতার-বাচ্চু-বিলুর নেতৃত্বাধীন সমমনা পরিষদের এ কে এম আকতার হোসেন সভাপতি, মো. আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) প্রথম সহ-সভাপতি ও কাজী মাহমুদ ইমাম (বিলু) সাধারণ সম্পাদক হিসেবে বিজয় লাভ করেন।

অপর প্যানেল সম্মিলিত-সমমনা ঐক্যজোট থেকে দ্বিতীয় সহ-সভাপতি নুরুল আবছার, অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন ও সদস্য পদে আলিমুল মোস্তাফা চৌধুরী (মিনহাজ) বিজয়ী হয়েছেন।

এছাড়া বাকি ৫৬ পদে নিরঙ্কুশ জয়ী হয়েছে আকতার-বাচ্চু-বিলু প্যানেলের সমমনা পরিষদ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss