পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ৫ ব্যাংক ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। ব্যাংকগুলো হচ্ছে- সোনালি ব্যাংক, রূপালি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক ও দি সিটি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দেয়। এরই ধারাবাহিকতায় সহজ শর্তে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার ঋণ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
আরো পড়ুন: রাজধানীর রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড
এছাড়া আরও ৮ ব্যাংক এই তহবিল গঠনের প্রক্রিয়াধীন রয়েছে।
তহবিল গঠনের প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক এবং অগ্রনি ব্যাংক।
চস/সোহাগ