বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার ২০২১-২২ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিয়া করিমুনকে (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক শোয়েবকে (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) সাধারণ সম্পাদক ঘোষণা করে কেন্দ্রীয় পরিষদ। সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের অন্যতম একটি শাখা বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এবং সভাপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেইসঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে, সর্বদা বাংলাদেশ তরুণ লেখক ফোরামের গঠনতন্ত্র মেনে স্ব স্ব পদের দায়িত্ব পালন করবেন। আপনাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
সভাপতি ও সাধারণত সম্পাদকের পরামর্শে গঠিত কমিটির অন্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক সিফাত জামান মেঘলা, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস, সহ দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মাসুম ব্যাপারী, প্রশিক্ষণ সম্পাদক মো. নাসরুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান। সাংগঠনিক কাজের বিবেচনায় পরবর্তীতে সহ-সভাপতি পদে যুক্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
চস/আজহার