spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইয়ুথ মুভমেন্টসের উদ্যোগে নগরফুলদের সাথে বিজয় আনন্দ উৎসব

১৬ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের বিজয় লাভের ৫০ বছর পূর্তি। এই উপলক্ষ্যে ইয়ুথ মুভমেন্টস আয়োজন করছে “নগরফুলদের সাথে চড়ুইভাতি এবং বিজয় আনন্দ উৎসব”। পথশিশুদের সাথে বিজয় দিবস উদযাপন করতে এই উদ্যোগ নিয়েছে ইয়ুথ মুভমেন্টস। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নারী ও পুরুষ সাম্যতা গড়ার আহ্বান জানিয়ে ৫০জন ছেলে পথশিশু ও ৫০জন মেয়ে পথশিশুকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন রাইড উপভোগ, তাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবহিত করার মাধ্যমে বিজয় দিবস পালন করা হয়েছে।

শিশুদের মাঝে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে তাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ করানো হয় এবং জাতীয় সংগীত গাওয়া হয়। সুবিধা বঞ্চিত এসব শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে ইয়ুথ মুভমেন্টস অনেকদিন যাবত কাজ করে যাচ্ছে। গৎবাঁধা জীবন থেকে একদিনের জন্যে ছুটি নিতে, এই শিশুদের নিজ দেশের ইতিহাস, জন্ম সম্পর্কে জানাতে, এবং ওদের জন্য বিনোদনের ব্যবস্থার মাধ্যমে মহান বিজয় দিবসের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে Fantasy Kingdom সকল শিশুদের জন্য বিজয় দিবস উপলক্ষ্যে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেয়।

উল্লেখ্য, “ইয়ুথ মুভমেন্টস” একটি সামাজিক সংস্থা। যা বাংলাদেশের তরুণদের মধ্যে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে ২৫০ জনের অধিক স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করছে। সমাজের সুবিধাবঞ্ছিত, অবহেলিত, ছিন্নমূল এবং ভাসমান মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা মোঃ আকরাম হোসাইন এর নেতৃত্বে সকল সেচ্ছাসেবক যথাযথ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss