spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এসএসপি সংগঠনের নেতৃত্বে সোহান-মীম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল‍্যাণে দীর্ঘদিন কাজ করে আসছে সিংগেল সোসাইটি অব পাস্ট-(SSP) সংগঠন। পাবিপ্রবির সকল সিংগেল ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত সিংগেল সোসাইটি অব পাস্ট-SSP। নতুন বছর উপলক্ষে আজকে নতুন নেতাদের হাতে তুলে দেওয়া হয় এই সংগঠনের নেতৃত্ব। ২০২২ সালের জন্য মীম-সোহানদের হাতে নেতৃত্ব তুলে দেন সাবেক সভাপতি সাকিব রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাপ্পি।

নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি, সোহানুর রহমান সোহান বলেন, ” আধুনিকতার নামে এক এক টা ছেলে-মেয়ে দশ দশটা প্রেম করবে এটা কোন মতে ন‍্যায় সংগত হতে পারে না। এছাড়াও সিংগেল ছেলেমেয়েরা আজীবন পড়াশোনা সহ সব কাজ সুষ্ঠু ভাবে করে আসছে। তাই আমরা চাই ছেলে-মেয়েরা সিংগেল থেকে প্রচুর পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাংকিংয়ে নিয়ে আসুক। এটাই আমাদের প্রত‍্যাশা।”

নতুন দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক, মেহেদী হাসান মীম বলেন, “সিংগেল সোসাইটি অব পাস্ট-SSP এর দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে আমরা বদ্ধ পরিকর। আমাদের গঠনতন্ত্র ও আদর্শ অনুযায়ী আমাদের এই প্রিয় সংগঠন কে নেতৃত্ব প্রদান করবো এবং সামনে এগিয়ে নিয়ে যাবো।”

সাবেক সাধারণ সম্পাদক, আবু বক্কর সিদ্দিক বাপ্পি বলেন, ” সিংগেলেরা দেশ এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এই সম্পদ রক্ষা করা এসএসপির দায়িত্ব।”

সাবেক সভাপতি, সাকিব রহমান বলেন,” সিংগেলদের রক্ষা করতে এই সংগঠন বদ্ধপরিকর। SSP সিংগেলদের পাশে আছে এবং থাকবে।”

কমিটি ঘোষণার আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। “নারী তোমার ছলনায়, ভুলি নাই ভুলবো না। ক‍্যাপলদের নষ্টামী, ভেঙে দেও, গুড়িয়ে দেও” ব‍্যানারে এই স্লোগানে তাদের বিক্ষোভ মিছিল বের হয়।

স্বাধীনতা চত্বরে গিয়ে কমিটির নেতাবৃন্দরা সিংগেলদের উদ্দেশ্য ভাষণ দেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss