spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাতৃভাষা দিবস উপলক্ষে গল্প ও কবিতা প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গল্প ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

গত ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগীতায় লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।

প্রতিযোগীতায় অংশ নিতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল শিক্ষার্থী। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।

May be an image of text
প্রতিযোগিতার নিয়মাবলি:
১) প্রথমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ফেইসবুক গ্রুপে জয়েন করতে হবে।

জয়েন করার লিংক: https://www.facebook.com/groups/214322236874235/?ref=share_group_link

২) লেখাটা গ্রুপে পোস্ট করতে হবে। পোস্ট করার সময় নিজের নাম, অধ্যয়নরত বিভাগ, নিজের মোবাইল নম্বর, উপজেলা এসব লিখতে হবে।

৩) প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রার্থীর ২৫% মার্কস লাইক, কমেন্ট ও শেয়ারের উপর বিবেচনা করা হবে।

এ-বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবেদুর রহমান বলেন, আমরা তরুণদের মধ্যে সাহিত্য চর্চার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি। শিক্ষার্থীদের এসকল সাহিত্য চর্চায় উৎসাহি করার জন্য আমরা বছরে বেশ কয়েকটি প্রতিযোগীতার আয়োজন করে থাকি। এটাও তারই ধারাবাহিকতার উদাহারণ।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। এটি তরুণদের সুপ্ত প্রতিভা বিকশিত করার একটি মাধ্যম। এখানে প্রায় ২০টির মতো শাখা রয়েছে। যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ দেশের ১৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss