spot_img

৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবির চারুকলা শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

রাত ১০টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। এসময় ছাত্রাবাসেও তারা অবস্থান করতে পারবেন না। আগামী এক মাস বন্ধ থাকবে ইনস্টিটিউটের সব ধরনের ক্লাস-পরীক্ষা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, এক মাস বন্ধ থাকবে ইনস্টিটিউট। এসময় অনলাইনে ক্লাস নিবেন শিক্ষকরা। পাশাপাশি আজ রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের চারুকলা ক্যাম্পাস ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। চারুকলা নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিন আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে সাতদিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এরমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss