চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে প্রথমবারের মত একজন গার্ল ইন রোভার পরিভ্রমণে অংশ নিবে। ‘আপনার শিশুকে প্রাথমিক শিক্ষা দিন’ এ প্রতিপাদ্যে ৭-১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. মোট ৫দিন পাঁয়ে হেটে তিনি এ পরিভ্রমণ সম্পন্ন করবেন।
গতকাল ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮ টায় চট্টগ্রাম জেলা রোভারের আরও ৩ জন গার্ল ইন রোভারের সাথে রোভার স্কাউট শান্তা এ যাত্রা শুরু করেন।
গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপটির সভাপতি ড. শিরীন আখতার রোভার মেট সুরাইয়া হোসেন শান্তাকে তার সাহসী পদক্ষেপের জন্য দিকনির্দেশনা দেন এবং উক্ত কার্যক্রম সুস্থ, সুন্দর ও নিরাপদে সম্পন্ন করার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন চবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং রোভার স্কাউট লিডার প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি তার কার্যালয়ে তাদের পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।
চস/আজহার