spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হোপসের ডিবেট টূর্ণামেন্ট সম্পন্ন

অদ্য বিকাল চারটায় হাউজ অফ পলিটিক্যাল সায়েন্স, চিটাগং ইউনিভার্সিটি (হোপস) কর্তৃক আয়োজিত ডিবেট টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। যেখানে অংশগ্রহণ করে দৃঢ়,প্রতিদ্বন্দ্বী দুটি দল।১).টিম ট্রিনারি(Trinary), ২) টিম দ্য ওয়েলি কলেজিয়ান ( The weily Collegian)। চ্যাম্পিয়ন টিম ট্রিনারি, যা তাঁদের যুক্তিতর্কের এই সুস্থধারায় নিজেকে বিকশিত করার এবং নিজের ব্যাচকে প্রতিনিধিত্ব করার জন্য।রানারআপ টিম ওয়েলি কলেজিয়ান, যাঁরা যুক্তিতর্কের মারপ্যাচে নিজেদের সুদক্ষতার সাথে মুন্সিয়ানাপূর্ণ পারফরম্যান্স দেখানোর জন্য অভিনন্দন।

অনুষ্ঠানে রাজনীতি বিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড.মোস্তাফিজুর রহমান স্যার,ড.এনায়েত উল্লাহ পাটোয়ারী স্যার,ড.মো.আলম চৌধুরী স্যার,সহযোগী শিক্ষক উম্মে হাবিবা ম্যাম,তমা রাণী মিস্ত্রি ম্যামের উপস্থিতি ফাইনাল অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করেছে।বিভাগের সম্মানিত
চেয়ারম্যান কর্তৃক বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান পরবর্তী তিনি বলেন,”ডিবেট হচ্ছে বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চার সুস্থ ধারাবাহিক মাধ্যম যা উন্নত দেশ ও জাতি গঠনে সুবিরাট ভূমিকা রাখে।পরবর্তী এরকম সহশিক্ষা কার্যক্রমগুলোর জন্য সাধুবাদ থাকবে।”

অনুষ্ঠানকে প্রাণবন্ত পরিবেশ তৈরিতে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রশিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।

কমিটির সভাপতি আবু নাসের মোল্লা বলেন, রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে সমসাময়িক, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু গুলো নিয়ে বুদ্ধিভিত্তিক ও যুক্তভিত্তিক পন্থায় অন্যতম মাধ্যম হচ্ছে ডিবেট। যা হোপস কর্তৃক আয়োজন করতে পেরে আনন্দিত।এদিকে সাধারণ সম্পাদক জেবা হুমায়রা অনুষ্ঠিতব্য ডিবেট সম্পর্কে বলেন,’ সবার সম্মিলিত সহযোগিতায় এরকম প্রোগ্রাম আরো করতে চাই।’সর্বোপরি, শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কানায়-কানায় পূর্ণতা অনুষ্ঠানে যেন নতুন এক সতেজতায় পূর্ণ ছিলো।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা,নেতৃত্ব গুণে বিকশিত হওয়ার অভিপ্রায়ে ২০২২ সালে সৃষ্টি হয় হাউস অফ পলিটিকাল সায়েন্স, চিটাগং ইউনিভার্সিটি ( হোপস)।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss