spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে জলবায়ু শিক্ষা নীতি সংস্কার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জলবায়ু শিক্ষা নীতির সংস্কার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে “জলবায়ু শিক্ষা নীতি: ভাবনার আড্ডা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সভায় জলবায়ু শিক্ষা ও নীতি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা স্ব-স্ব অবস্থান থেকে জলবায়ু শিক্ষা ও সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জলবায়ু শিক্ষা অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নেন চট্টগ্রামের এনজিও ইপসা’র (ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমান। এছাড়াও গ্রীন লিড, ইয়ুথ নেট, ওয়ান ম্যান আর্মি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আয়োজক মোঃ নাহিদুল ইসলাম ইমন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন, তার মধ্যে জলবায়ু শিক্ষা নীতি অন্যতম। তরুণদের অংশগ্রহণে এ বিষয়ে নতুন ধারণা ও পরিকল্পনা তৈরি করা সম্ভব।

জলবায়ু নীতি সংস্কার নিয়ে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তরুণ সমাজ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss