চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিমেইল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী দুই আয়োজন—”বই বিনিময় উৎসব” এবং “সীড ফর প্লাস্টিক” ক্যাম্পাস ক্যাম্পেইন।
গতকাল ২১ মে, বুধবার আয়োজনটি করে ‘আইআইইউসি ইবি ক্লাব, ফিমেইল চ্যাপ্টার’। সার্বিক সহযোগিতায় ছিলো পাঠাভ্যাস গড়ার স্বপ্ন নিয়ে কাজ করা সংগঠন বইবন্ধু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষিকাবৃন্দ। এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শুরু থেকেই বই বিনিময় ও বীজ সংগ্রহে আগ্রহীদের ভিড়ে মুখর হয়ে উঠে পুরো ক্যাম্পাস। বইপ্রেমীদের বইয়ের খোঁজ আর পরিবেশ সচেতনদের গাছের জন্য আগ্রহ যেন এক অনন্য মিলনের সেতুবন্ধন তৈরি করেছিল।
প্রথমবারেই ব্যাপক সাড়া
বইবন্ধুর এটি ছিল প্রথম কোনো ক্যাম্পাসভিত্তিক আয়োজন। অথচ প্রথমবারেই এমন উষ্ণ সাড়া বইবন্ধুকে ভবিষ্যৎ পরিকল্পনায় আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ছাত্রীরা যে আগ্রহ নিয়ে বই বিনিময় করেছে, বীজ এবং চারাগাছ নিতে প্রতিযোগিতায় নেমেছে, তা বইবন্ধুর উদ্দেশ্যকে সফলতার পথে নিয়ে যাচ্ছে। আয়োজনটি প্রমাণ করেছে, বই ও প্রকৃতি—এই দুইয়ের মেলবন্ধন তরুণদের হৃদয় ছুঁয়ে যেতে পারে।
বই থেকে শুরু, সবুজের দিকে যাত্রা
২০১৮ সাল থেকে পাঠক তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে বইবন্ধু। ‘বই হোক সহজলভ্য, পাঠক হোক সচেতন’—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বইবন্ধু এবার ক্যাম্পাস পর্যায়ে বই বিনিময় উৎসব আয়োজন শুরু করেছে। পাশাপাশি, পরিবেশ দূষণ ও প্লাস্টিক ব্যবহারের ভয়াবহতা তুলে ধরে “সীড ফর প্লাস্টিক” কার্যক্রমও ছড়িয়ে দিচ্ছে তরুণ সমাজের মধ্যে।
এই উদ্যোগে শিক্ষার্থীরা প্লাস্টিক পণ্য জমা দিয়ে পেয়েছে বীজ ও চারাগাছ, যার মাধ্যমে তৈরি হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতন এক প্রজন্ম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও এই উদ্যোগে বইবন্ধুকে সর্বাত্মক সহযোগিতা করছে, যা প্রমাণ করে যে, সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এ ধরনের সচেতনমূলক উদ্যোগ আরও ব্যাপক হতে পারে।
আসছে আরও আয়োজন
আইআইইউসি-এর সফল আয়োজনকে পেছনে রেখে বইবন্ধু এখন আরও কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই দুই কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে। ক্যাম্পাসভিত্তিক ক্লাব ও সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।
বইবন্ধুর আয়োজকরা জানান, এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং একটি বার্তা—জ্ঞান ও পরিবেশের গুরুত্ব একসাথে উপলব্ধি করার। তরুণ প্রজন্মকে বইয়ের প্রতি অনুরাগী করা ও একই সঙ্গে পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করার প্রচেষ্টা।
চস/আজহার