spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের উত্তর কাট্টলিতে অগ্নিকান্ড, দগ্ধ ৯

চট্টগ্রামে আগুনে একই পরিবারের সাত জনসহ নয়জন দগ্ধ হয়েছেন। রবিবার রাতে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলি মরিয়ম ভবনে এই ঘটনা ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে মিজানুর রহমান, সাইফুল ইসলাম, সুলতানা, সুমাইয়া, মানহা, মাহির, রিয়াজ নামে সাতজনের নাম জানা গেছে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, দগ্ধ সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে কার কত শতাংশ পুড়ে গেছে তা জানা যায়নি।

আরো পড়ুন: দুদকের মামলায় কারাগারে মীর নাছির

কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss