spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পতেঙ্গায় বিচারকের উপর হামলার ঘটনায় রিমান্ডে দুই আসামি

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক বিচারকের উপর হামলা করে দুই যুবক। এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দিয়েছেন।

দুই আসামি হলেন, আলী আকবর এবং হাসান আলী জিসান। তাদের মধ্যে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। তার বাবা বন্দর থানা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালও একই মামলার আসামি।

আদালত সূত্র জানায়, দুই আসামিকে চারদিনের রিমান্ডে নিতে আবেদন করে পতেঙ্গা থানা পুলিশ। শুনানি শেষে আদালত তিনদিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গতকাল বুধবার বিকেলে আউটার রিং রোডে উল্টো পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন গ্রেপ্তার দুইজন। সে সময় ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিন। সামনে পড়ায় দুই যুবককে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান বিচারক।

এ সময় বিচারকের উপর হামলা চালায় ওই দুই যুবক। তখন স্থানীয়রা তাদেরকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে পতেঙ্গা থানায় মামলা হয়।

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss