spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রেজাউল করিমের জন্য ভোট চাইবেন একঝাঁক তারকা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এখানে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মাঠে নেমেছেন একঝাঁক জনপ্রিয় তারকা।

আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছেন তারা। আওয়ামী লীগের নির্বাচনী প্রচার সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

সে উপলক্ষে চট্টগ্রামে পৌঁছেছেন চলচ্চিত্র তারকা রিয়াজ, অরুণা বিশ্বাস, তারিন, তানভীর সুইটি, মীর সাব্বির, বিজরী, সাইমন সাদিক, মাহিয়া মাহি, অপু বিশ্বাসসহ আরও বেশ কয়েকজন। তারকারা আজ ও আগামীকাল, দুদিন নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

নায়ক সাইমন ও নায়িকা মাহি ফেসবুকে চট্টগ্রাম যাত্রার ছবি পোস্ট করেছেন। তাদের দেয়া ছবিতে দেখা গেল হেলকপ্টারে চড়ে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নকে গতিশীল রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর জন্য ভোট চাইবেন তারকারা।

জানা গেছে, আজ দুপুর ১টায় তারকারা চট্টগ্রামের নিউমার্কেট মোড়, কাজীর দেউরী হয়ে বিকেল ৩ টায় ইস্পাহানী-জিইসি মোড়, ২ নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন।

পরদিন ২৫ জানুয়ারি সোমবার বেলা ১১টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে শেষ হবে।

প্রসঙ্গত, এর আগে গেল জাতীয় নির্বাচনেও নানা অঙ্গনের তারকাদের আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss