রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে তরুণ কান্তি সেন (৫১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণ কান্তি সেন কোতোয়ালী থানার আব্দুস সাত্তার রোডের ১৫ নম্বর এনাম হাউজে থাকতেন। তার বাবার নাম উমেষ চন্দ্র সেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ জুন) রাত ১১টায় আল ফারুক নামের একটি হোটেলের দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বুধবার (৯ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত বলেন, হোটেলটির ৭ তলার ৭০১ নম্বর কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্মচারীরা থানায় খবর দেন। রাত ১১টার দিকে গিয়ে রুমের দরজা ভেঙে খাটের ওপর থেকে তার মৃতদেহ উদ্ধার করি। মৃতের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র থেকেই ওই ব্যসায়ীর পরিচয় জানা গেছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের লোকজন এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
চস/আজহার