spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা রোগীকে বাঁচাতে অক্সিজেন পৌঁছে দিল পুলিশ

সিএমপির বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. মেজবাহ উদ্দিন ইফতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। গতকাল ১৮ জুলাই রাতে অক্সিজেন সেচুরেশন হঠাৎ নেমে যেতে থাকে।

তৎক্ষনাৎ উপায়ন্তর না দেখে তার পরিবারের সদস্যরা অক্সিজেনের জন্য বাকলিয়া থানায় যোগাযোগ করেন। বিষয়টি জানতে পেরে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিনের নির্দেশে স্পেশাল ডিউটিরত অফিসার এএসআই আব্দুল ওয়াদুদ দ্রুত সময়ের মধ্যেই রোগীর বাসায় অক্সিজেন পৌছে দেন।

বিষয়টি চট্টগ্রাম সময়কে নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, রাত আনুমানিক ১০ টার সময় তারা থানায় এসে যোগাযোগ করেন। এরপরে আমরা দ্রুত রোগীর নিকট অক্সিজেন পৌঁছি দিতে সক্ষম হই।

উল্লেখ্য যে, বন্দর নগরীর জনসাধারণের প্রয়োজন বিবেচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অক্সিজেন ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে কোন সময়ে অক্সিজেনের জরুরী প্রয়োজনে জনসাধারণকে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ প্রদান করা হল।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss